একজন পুরুষের প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার বয়স সাধারণত ১৩ থেকে ১৪ বছর। অর্থাৎ এসময় তার শরীরে অনেক ধরনের পরিবর্তন ঘটে, যার মধ্যে একটি হচ্ছে দাড়ি গোঁফ ওঠা। এখানে পুরুষ হরমোন টেস্টোস্টেরন প্রধান ভূমিকা পালন করে ৷ এ সময়ে মুখমন্ডলের লোমকূপে ডিহাইড্রোটেস্টোস্টেরন এর উদ্দীপনার কারণে পুরুষের মুখে দাড়ি গজায়। ডিহাইড্রোটেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হতে নিঃসৃত হয়, যার মাত্রা বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়।
এই টেস্টোস্টেরন হরমোন সমস্যার কারণেই অনেকের প্রকৃত বয়সের পরে দাড়ি গোঁফ গজায়। তবে অনেক ক্ষেত্রেই পারিবারিক বা বংশগত কারণে দাড়ি-গোঁফ কারো কারো কম হয় বা দেরিতে ওঠে।
মোঃ রবিউল ইসলাম রবি
আন্সবিডি - এর প্রতিষ্ঠাতা এবং মহাপ্রশাসক।
খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে '২০২০ সালে ২৬ শে জুন' তারই হাত ধরে যাত্রা শুরু করে শিক্ষামূলক প্রশ্নোত্তর প্লাটফর্ম "আন্সবিডি"।
বর্তমানে তিনি নবম শ্রেণীর অধ্যয়নরত ছাত্র।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।