হ্যাঁ, পেঁয়াজের রস মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।
ব্যবহার পদ্ধতিঃ
১টি বড় পেঁয়াজ ভালো করে পিষে ছাকনি দিয়ে ছেকে রস বের করে নিতে হবে। তারপর এই রস পুরো মাথার ত্বক ও চুলে লাগিয়ে একঘণ্টা অপেক্ষা করতে হবে।
পেঁয়াজের গন্ধ বেশ তীব্র, যদি সহ্য না হয় তবে পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল মেশানো যেতে পারে। একঘণ্টা পর মাথা শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
চুল পড়ার পরিমাণের উপর নির্ভর করে প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করা যাবে।
মোঃ রবিউল ইসলাম রবি
আন্সবিডি - এর প্রতিষ্ঠাতা এবং মহাপ্রশাসক।
খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে '২০২০ সালে ২৬ শে জুন' তারই হাত ধরে যাত্রা শুরু করে শিক্ষামূলক প্রশ্নোত্তর প্লাটফর্ম "আন্সবিডি"।
বর্তমানে তিনি নবম শ্রেণীর অধ্যয়নরত ছাত্র।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।