সাইট তৈরি করতে খরচ নির্ভর করবে আপনার উপর৷ যেমন : ডট কম ডোমেন ৮০০ - ৯০০ টাকা৷ এখন যদি কম দামের ডোমেন কিনেন তাহলে কম পড়বে ৷ যেমন ডট xyz ডোমেন মাত্র ৯৯ টাকা৷
এরপর আসি হোস্টিং কেনার উপর ৷ হোস্টিং বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে দেয়৷ আপনি ১ জিবি, ২ জিবি, ৫ জিবি, ১০ জিবি যেমন কিনবেন তেমন খরচ পড়বে৷ তবে সর্বনিম্ন মনে হয় ৭০০ টাকা৷
এরপর সাইট চালু করা বা স্ক্রিপ্ট রান করা৷ এটা আপনি নিজে করলে কোন খরচ নাই৷ আর অন্যদের দিয়ে করিয়ে নিলে ৫০০ - ১০০০ টাকা বা যে যেমন নেয়৷
এরপর আসি ডিজাইন নিয়ে ৷ আপনি নিজে সাজাতে পারলে ভালো৷ নাহলে টাকা দিয়ে করিয়ে নিতে হবে৷ সাধারণ কারো কাছে করিয়ে নিলে ১০০০ টাকায় হতে পারে৷ আর প্রোফেশনাল ডেভেলপার দিয়ে করাতে গেলে ৫ - ১০ হাজার টাকা লাগতে পারে৷
মোঃ রবিউল ইসলাম রবি
আন্সবিডি - এর প্রতিষ্ঠাতা এবং মহাপ্রশাসক।
খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে '২০২০ সালে ২৬ শে জুন' তারই হাত ধরে যাত্রা শুরু করে শিক্ষামূলক প্রশ্নোত্তর প্লাটফর্ম "আন্সবিডি"।
বর্তমানে তিনি নবম শ্রেণীর অধ্যয়নরত ছাত্র।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।